৩০ ডিসেম্বর ২০২৩, কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন এবং চাকুরী মেলার আয়োজন করা হয় ।
প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার। এই প্রতিপাদ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা, প্রবাসীমেলা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আর এর মাধ্যমেই দেশে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।
টিটিসি অধ্যক্ষ জাভেদ রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) ফারজানা খানম।
বিশেষ অতিথি ছিলেন সিভিলসার্জন কিশোরগঞ্জের প্রতিনিধি ডাঃ মাহবুবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলী আকবর, প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা ব্যবস্থাপক শফিউল্লাহ খান, সোনালী ব্যাংক লিঃ এর প্রিন্সিপাল অফিসার মোঃ কবীর উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এফএভিপি মাসুদ কাদরী, ওয়েল ফেয়ার সেন্টার কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
জব ফেয়ার এ দেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানির এইচ আর এডমিনরা উপস্থিত থেকে বিভিন্ন পদের জন্য প্রার্থী যাচাই করেন। এছাড়াও বিভিন্ন পেশায় চাকরি প্রত্যাশীদের থেকে বায়োডাটা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS