Accelerating and Strengthening Skills for Economic Transformation
শ্রমশক্তি ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টির দক্ষতাকে ত্বরান্বিত ও শক্তিশালী করতে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা খাতে সবচেয়ে বড় বৈদেশিক সাহায্যপ্রাপ্ত প্রকল্প শুরু করেছে যার নাম “Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্প”। উন্নয়নশীল দেশ হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে ২০৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে চায়। এই উদ্যোগ চতুর্থ শিল্প বিপ্লবের পর্যায়ে দারিদ্র্য বিমোচন আন্দোলনকে ত্বরান্বিত করবে। এই লক্ষ্যে, এই প্রকল্পটি প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে শক্তিশালী করবে এবং প্রয়োজনীয় দক্ষতার জন্য শিল্পের চাহিদা মেটাতে প্রশিক্ষণ প্রদান করবে।
ASSET এর উদ্দেশ্য
প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশের ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। প্রকল্পের কম্পোনেন্ট-২ (Innovative Skills Development Programs for Employment and Empowerment), সাব-কম্পোনেন্ট- ২.২ (Recognizing the skills of informal sector workers) এর আওতায় মোট ১ লক্ষ ২৩ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ণাধীন ASSET প্রকল্পের আওতায় দেশ-বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা পূরনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কৃর্তক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কিশোরগঞ্জে সম্পূর্ণ বিনা খরচে চার মাস (৩৬০ ঘন্টা) মেয়াদি নিম্ন লিখিত শর্ট কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তি চলছে।
কোর্সের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়স | কোর্সের মেয়াদ | আসন সংখ্যা |
সুইং মেশিন অপারেশন | অষ্টম শ্রেণী | ১৮-৪০ বছর | ০৪ (চার) মাস | ২৫ জন |
ইলেক্ট্রিকাল ইন্স্টলেশন এন্ড মেইনটেনেন্স (EIM) | অষ্টম শ্রেণী | ১৮-৪০ বছর | ০৪ (চার) মাস | ২৫ জন |
কম্পিউটার অপারেশন | এস. এস. সি. | ১৮-৪০ বছর | ০৪ (চার) মাস | ২৫ জন |
মেশিন শেইপ প্র্যাকটিস | অষ্টম শ্রেণী | ১৮-৪০ বছর | ০৪ (চার) মাস | ২৫ জন |
প্লাম্বিং | অষ্টম শ্রেণী | ১৮-৪০ বছর | ০৪ (চার) মাস | ২৫ জন |
ভর্তির নিয়মাবলীঃ
১. প্রতি বছর জানুয়ারি- এপ্রিল, মে-আগস্ট, সেপ্টেম্বর- ডিসেম্বর সেশনে প্রশিক্ষণার্থী ভর্তি নেওয়া হয়।
২. ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমা নেওয়ার সময় সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত (ভর্তির আবেদন ফরম সম্পূর্ণ ফ্রি)।
৩. জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি ও দুই কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজ সত্যায়িত ছবি ।
৪. মুক্তিযোদ্ধার সন্তান/পোষ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, হতদরিদ্র, নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠির, বেকার যুব-যুবাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়।
৫. SEIP প্রকল্পের আওতায় ইতিপূর্বে প্রশিক্ষণ গ্রহণকারীদের আবেদন করার প্রয়োজন নাই।
সুবিধা সমূহ:
১. দৈনিক হাজিরার ভিত্তিতে ৮০ টাকা হারে যাতায়াত ভাতা এবং মাসিক ১৫০০ টাকা (পুরুষ) এবং ২০০০ টাকা (নারী) হারে ভাতা প্রদান করা হয় (বরাদ্দ সাপেক্ষে)
২. প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশ ও বিদেশে বিভিন্ন শিল্প কারখানায় চাকুরি লাভে সহযোগিতা প্রদান করা হয়।
৩. দূরবর্তী শিক্ষার্থীদের মাসিক ১২/- টাকা হারে সিট ভাড়ায় আবাসিক এর সু-ব্যবস্থা রয়েছে।
৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের BTEB/NSDA কর্তৃক NTVQF/BNQF এর আওতায় NSC Level সনদপত্র প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস